• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বাস-ট্রেন সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৮
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে এস আলম পরিবহনের একটি বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যানের অবহেলার কথা আমরাও শুনেছি। বাকিটা তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হন।

স্থানীয়রা এ ঘটনায় জানায়, রেলওয়ের এ অংশে যে গেটম্যান রয়েছেন, তার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল হক জানান, এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএম

চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম,সংঘর্ষ,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close