Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textএক সময় টয়লেটের ফ্লাশে টানা দড়ি ব্যবহার করা হতো। তারপর হ্যান্ডেল। তবে আধুনিক সময়ে এসে হ্যান্ডেলের জায়গা দখল করে নিয়েছে বাটন বা বোতাম। কিন্তু টয়লেটের ফ্লাশে কেন দুটি বাটন থাকে সেটা কি জানেন? না জানলে জেনে নিন। টাইমস অফ ইন্ডিয়া এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছেন দুটি বাটন দেয়ার রহস্য।
টাইমস ইন্ডিয়া প্রতিবেদন মতে, জনসংখ্যার বাড়ার সঙ্গে বাড়ছে পানির চাহিদা। আর পানির বাড়তি চাহিদা পূরণে দিন দিন কমে যাচ্ছে ব্যবহার উপযোগী পানির পরিমাণ। তাই পানির অপচয় রোধ করতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়। সেখান থেকেই আসে দুই বাটনের পরিকল্পনা। তখন থেকেই ফ্ল্যাশ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো দুইটি করে বাটন ব্যবহার করে আসছে।
কারণ হিসেবে বলা হয়েছে একটি বড় ফ্ল্যাশে ছয় থেকে ৭ লিটার পানি খরচ হয়। আগে যেকোনো ফ্ল্যাশে ঠিক এই পরিমাণেই পানি খরচ হত। আর ছোট ফ্ল্যাশে খরচ হয় মাত্র ৩ থেকে সাড়ে ৪ লিটার পানি। ফলে বড় কোন প্রয়োজন ছাড়া বড় ফ্ল্যাশ না চেপে ছোট ফ্লাশ চেপে আপনি অনায়াসেই পানির অপচয় কমাতে পারবেন।
/রবিউল