Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textজয়পুরহাটে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা সময় জিহাদি বইসহ ধলাহার ইউপি জামায়াতের আমীর আসাদুজ্জামানসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জামাতের আমীর আসাদুজ্জামান ধলাহার মালেক পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, কিছূ মানুষ সদর উপজেলার ধলাহার উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ভিতরে গোপনে নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই মসজিদটি ঘিরে ফেলে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ধলাহার ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামানসহ ১৯ জন জামাতের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ওএফ