• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পুরস্কারের অর্থ নির্যাতিত নারীদের কল্যাণে খরচ করবেন নাদিয়া

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৮:০৮
অনলাইন ডেস্ক

ইয়াজিদি ধর্মের মেয়ে মেয়ে নাদিয়া মুরাদ। এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন তিনি। ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই এই পুরস্কার দেওয়া হয়েছে নাদিয়াকে।

তবে পুস্কারের অর্থ নিচ্ছেন না তিনি। নোবেল পুরস্কারের অর্থ নির্যাতিতাদের জন্য খরচের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নোবেল পুরস্কারের পুরো অর্থ যৌন অত্যাচারের শিকার হওয়া নারীদের কল্যাণে খরচ করতে চান তিনি। তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘নাদিয়া’জ ইনিসিয়েটিভ’-এর মাধ্যমে পুরস্কারের পাঁচ লক্ষ ডলার খরচ করবেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইসলামিক স্টেট অপহরণ করে যৌনদাসী বানিয়ে রেখেছিল নাদিয়াকে। তারপর নানা অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন তিনি। সিই ভয়াবহ নির্যাতনের কাহিনি তিনি শুনিয়েছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বলেছিলন সেই যন্ত্রণাময় জীবন থেকে আলোয় ফিরে আসার লড়াইয়ের কথা।

/রবিউল

ইয়াজিদি ধর্ম,নোবেল,নাদিয়া মুরাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close