• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনের মামলা

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ০১:৩১ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০১:৩৭
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের প্রধান প্রতিনিধি জিম একোস্টা বাদি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউজের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে মামলাটি করা হয়।

সম্পর্কিত খবর

    মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে সংবাদমাধ্যমটির সংবাদদাতা জিম অ্যাকোস্টার প্রবেশে নিষেধাজ্ঞার কারণে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

    প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও মামলায় আসামী করা হয়েছে- হোয়াইট হাউসের চিফ স্টাফ জন কেলি, প্রেস সচিব সারাহ স্যান্ডার্স, ডেপুটি চিফ স্টাফ ফর কমিউনিকেশন বিল সাইন, সিক্রেট সার্ভিস ডাইরেক্টর জোশেফ ক্লাঙ্কি ও সিক্রেট সার্ভিস অফিসার জন ডোয়েরকে।

    একোস্টার হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে দেওয়া অধিকার লংঘন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

    এক বিবৃতিতে ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন’র পক্ষ থেকে বলা হয়, গত শুক্রবার জিম একোস্টার প্রবেশাধিকারে কার্ড চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয় হোয়াইট হাউজ কর্তৃপক্ষের কাছে। এতে কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়। মামলায় প্রাথমিক আদেশ হিসেবে একোস্টার প্রবেশ কার্ড ফিরিয়ে দিতে আদালতের কাছে আরজি করা হয়।

    এদিকে, সিএনএন এবং একোস্টার পক্ষে অবস্থান নিয়েছে হোয়াইট বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন।

    সিএনএনের মামলা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close