• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোট নিয়ে চারটি ছড়া

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:০০
পূর্বপশ্চিম সাহিত্য

ভোট এসেছে ভোট

তানি ইসলাম

শহর কিংবা শহরতলি

পাড়া কিংবা অলিগলি

চায়ের কাপে তুফান ওঠে

মুখে কথার ফুলকি ছোটে,

ভোট এসেছে ভোট।

শীতের আমেজ পালিয়েছে

আবার ভোটের দিন এসেছে

দেশজুড়ে আজ হাওয়া গরম,

গদির লোভে বিভেদ চরম।

ভোট এসেছে ভোট।

টক’শো নামের অনুষ্ঠানে

বক্তা বলেন ভোটের মানে।

ভোটের আগে গড়তে হবে জোট

সঙ্গে রাখতে হবে টাকার নোট।

ভোট এসেছে ভোট।

বাড়ি বাড়ি ঘোরেন নেতা

মন ভোলাতে বলেন কথা

নানা রঙে রাঙিয়ে দেন আমজনতার মন

যদিও তিনি সব ভুলে যান জিতলে ইলেকশন।

ভোট এসেছে ভোট।

--

ভোট এসেছে

সুব্রত চৌধুরী

ভোট এসেছে ভোট

গদির লোভে

ভাঙছে-গড়ছে

হরেক রকম জোট।

দেশে এখন আকাল বড়ো

ঈমানদার আর ন্যায়-নীতির,

দেশ জুড়ে তাই চলছে দাপট

হরিলুট আর দুর্নীতির।

শীতকালে নেইকো শীত

দেশের হাওয়া গরম,

গদির লোভে নেতাদের

দ্বন্দ্ব এখন চরম।

যে যাই বলুক,কেয়ার করি না

আসনটি আমার চাই,

নীতির কথা শিকেয় তুলে

শত্রুর গীত গাই।

ভাগ্যে যে কার ছিঁড়বে শিকে,

আশা-নিরাশার দোল,

তাইতো ওরা খুঁজে ফেরে

নেতা-নেত্রীর কোল।

খাওয়া ওদের হাওয়া কবে

নিদ গেছে যে টুটে,

টাকার পাহাড় আহার এখন

দশের টাকা লুটে।

--

ভোট রে ভোট

কবীর হুমায়ূন

-

ভোটের আগে:

রাস্তা-ঘাটে বাত্তি দেবো, থাকবে না আর আঁধার,

নিজের হাতে সাফ করিবো ঝোপ-জঙ্গল-বাদার।

থাকবে না আর পেরেশানী ডাষ্টবিনের ঐগন্ধে,

পরিচ্ছন্ন রাখবো আমি থাকিবেন আনন্দে।

আমায় যদি ভোটটা দিয়ে করিয়ে দেন পাশ,

রাজনীতির খেলা খেলে আর দেবো না বাঁশ।

আমি হবো জনগণের মনের মতোন সেবক,

এবার আমায় সুযোগটা দিন কইছি কথা হক।

-

পাশ করার পর:

কি কইছিলাম ঘুমের ঘোরে মনে তো আর নাই,

টাকা পয়সা খরচ করে পাশ করেছি ভাই।

আমিতো ভাই কলিযুগের নইতো গৌরী সেন,

খরচপাতি সব উঠাতে একটু সময় দেন।

এরপরেও আগাম ভোটের খরচ আছে ম্যালা,

দুই খরচের ঠ্যালায় পড়ে কেটে যাবে বেলা।

এখন যেমন আছেন, তেমন থাকেন কিছুদিন,

আসছে ভোটে দিবো এনে রঙিন সোনার দিন।

-

পরিশেষে:

এমনি করে নগরবাসীর জীবন কেটে যাবে,

ভোট আসবে, ভোট যাবে তাঁরা একই রবে।

--

নির্বাচনে ‘বড়মিয়া’

করিম সুমন

বড়মিয়া ঢাকা থিকা

কদিন ধরেই আইতাছেন,

সবাই বলে তালা মার্কায়

নমিনেশন পাইতাছেন।

মিয়াবাড়ির আশেপাশে

টেকা নাকি উড়তাছে,

গাঁয়ের কত পাতিনেতা

পিছে পিছে ঘুরতাছে।

-

আদমব্যবসা কইরা মিয়া

মেলা টেকা কামাইছে,

দেশদরদী মনটা তাঁরে

ইলেকশনে নামাইছে।

-

হরেকরকম ব্যবসা আছে

মস্তবড় ঠিকাদার,

কত্তোরকম মিটিং থাকে

নোটবইয়েতে লিখা তাঁর।

-

নাম নাকি খুব কামাইছে সে

রডের বদল বাঁশ দিয়া,

এখন মিয়ার মেজাজ ভালো

কথা বলেন হাস দিয়া।

-

জনগণের করতে সেবা

নির্বাচনে দাঁড়াইছেন,

প্রতিযোগী প্রার্থীরে তাই

দেশ থিকাই তাড়াইছেন।

পিবিডি-এ্নই/

ভোট,ভোটের ছড়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close