• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নায়িকা-গায়িকা দিয়ে রাজনীতি হয় না

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:২৪
পিয়া জান্নাতুল
ফাইল ছবি

বিএনপির এক লোককে উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন, "আওয়ামী লীগের পক্ষে তো সব খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়িকারা ভোট চাচ্ছেন, আপনাদের সমর্থনে তো সেরকম কাউকে দেখলাম না, কি বলবেন আপনি।"

উনি পুরাই ভিলেনদের মত অট্টহাসি দিয়ে অনেক কিছুই বলে বললেন, নায়িকা, খেলোয়াড়, ব্যবসায়ী, গায়িকা দিয়ে রাজনীতি হয় না। কারণ একমাত্র রাজনীতিবিদরা জনগণের কাছে যেয়ে সুখ-দুঃখের কথা শুনে।

আমার প্রশ্ন, বেবী নাজনীন যে মনোনয়ন নিয়েছে। তার মানে কি উনি গায়িকা তাই হইতো দেশ পরিচালনা করতে পারবেন না। না পারলে মনোনয়ন দিল কেনো?

পরের প্রশ্ন, বিএনপির ওই ভদ্রলোকের কি আইডিয়া আছে, একজন মাশরাফি যদি শুধু নৌকার ভোট চায়, তাহলে কত কোটি মানুষ এক হবে তার পক্ষে।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

/পিবিডি/আরাফাত

পিয়া জান্নাতুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close