• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রেসিডেন্টের তালিকায় ইভাঙ্কা-হ্যালি

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৪৩
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের নাম। আলোচনায় আছেন তালিকায় জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিও।

‘ফিন্যান্সিয়াল টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে নিয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরে একটি তালিকা জমা পড়েছে। তালিকায় নাম আছে ইভাঙ্কা ট্রাম্পেরর।আরও আছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ট্রেজারি আন্ডারসেক্রেটারি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) ডেভিড মালপাস ও ইউএসএআইডির প্রধান ম্যাক গ্রিন।

প্রসঙ্গত, গত সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জিম ইয়ং কিম। তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় আগেই তিনি এমন ঘোষণা দেন। হঠাৎ করে পদত্যাগ করার কোনো কারণ দেখাননি তিনি। তবে জিম ইয়ং কিমের পদত্যাগের পেছনে তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতভেদের বিষয়টি সামনে আসছে।

/পিবিডি/একে

ইভাঙ্কা ট্রাম্প,নিকি হ্যালি,বিশ্বব্যাংক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close