• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৪.৫ জি ভয়েস সেবা প্রদানে প্রস্তুত রবি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪
নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার লংটার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করেছে শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানী রবি। এর ফলে দেশের প্রথম অপারেটর হিসেবে ৪.৫ জি নেটওয়ার্কে ভয়েস সেবা প্রধান করার জন্য প্রস্তুত হলো কোম্পানীটি।

বুধবার (১৬ জানুয়ারী) গুলশানে রবির কর্পোরেট অফিসে আয়োজিত ভিওএলটিই পরীক্ষামূলক ব্যবহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জহুরুল হক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউর রহমান, রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদসহ রবির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রবির সিইও মাহতাব উদ্দিন বলেন, দেশের সবচেয়ে বড় ৪.৫ জি নেটওয়ার্কে আমরা ভয়েজ ওভার এলটিই ভিত্তিক সেবার সফল কারিগরি প্রস্তুতি শেষ করেছি। এটি ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলপলক।

তিনি বলেন, আমাদের ৪.৫ জি নেটওয়ার্কে ভয়েজ ওভার এলটিইর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর আমরা আত্মবিশ্বাসী যে, আমরা খুবই অল্প সময়ের মধ্যে সারাদেশে আমাদের গ্রাহকদের ভয়েজ ওভার এলটিই সেবা দিতে সক্ষম হবো। বাণিজ্যিকভাবে সেবাটি দেয়ার জন্য আমাদের পুরো ইকো-সিস্টেম প্রস্তুত।

পিবিডি/ওএফ/মিশু

রবি,ভিওএলটিই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close