• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কমছে আইফোন বিক্রি, চাপের মুখে অ্যাপল

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:২২ | আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

সম্প্রতি সারাবিশ্বে বিপুল পরিমাণে আইফোন বিক্রি কমার কারণেই চিন্তার ভাঁজ টিম কুকের কপালে। এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন বাজার চিনে ভালো ব্যবসা করা জরুরি ছিল।

২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) চিনে হু হু করে কমেছে আইফোন বিক্রি। এই কথা জানিয়েছে এক স্ট্যাটিজি অ্যানালিটিক্স। ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকের পরে চিনে এত খারাপ ফল করেনি অ্যাপল। ২০১৮ সালে রেকর্ড পরিমাণ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াই।

সম্পর্কিত খবর

    এই গবেষণা সংস্থা জানায়, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে মোট ১১ শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে। এই সময়ে অ্যাপল ও শাওমি সবথেকে বেশি জমি হারিয়েছে চিনে। ২০১৭ সালের শেষ ত্রৈমাসিকে চিনে মোট ১.৪ কোটি আইফোন বিক্রি হয়েছিল। ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে এই সংখ্যা কমে হয়েছে ১.০৯ কোটি।

    এছাড়াও ২০১৮ সালে চিনে মোট ৩.৮২ কোটি আইফোন বিক্রি করেছিল অ্যাপল। তবে ২০১৭ সালে মোট ৩.৬৭ কোটি আইফোন বিক্রি হয়েছিল প্রতিবেশী দেশে। তাই শুধু ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে নয়, গোটা বছরেই আইফোন বিক্রি কমেছে চিনে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close