• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

'স্কয়ার হাসপাতালে ভুল ট্রিটমেন্টে আমার আব্বা মৃত্যু শয্যায়'

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৯ | আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯
পূর্বপশ্চিম ডেস্ক

মোঃ নাসিরুদ্দিন নামের একজন লিভার ট্রান্সপ্ল্যান্টের রুগী স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যু শয্যায় আছেন বলে ফেসবুকে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেছেন তার মেয়ে শামীমা আহমেদ।

ভিডিও বার্তায় তিনি কান্না জড়িত কণ্ঠে জানান, আমার আব্বার বয়স ষাট বছরের বেশি। তিনি লিভার ট্রান্সপ্ল্যান্টের একজন রুগী। গত তিন-চারদিন আগে তিনি খারাপ বোধ করলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

ড. মোসাদ্দেক আহমেদের অধীনে চিকিৎসা চলার সময়ে তিনি ভুল চিকিৎসার শিকার হন বলে শামীমা আহমেদ অভিযোগ করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ডায়ালাইসিস করানোর মতো শারীরিক অবস্থায় না থাকার পরেও তার বাবাকে ডায়ালাইসিস দেয়া হয়। ডায়ালাইসিস চলাকালে আব্বার হার্টবিট আশঙ্কাজনকভাবে কমে যায়।

আরও নানা সমস্যার কথা জানিয়ে তিনি ভিডিওবার্তাটিতে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন।

বিস্তারিত দেখুন ভিডিওটিতে।

পিবিডি/ হাসনাত

ভুল,চিকিৎসা,স্কয়ার,অভিযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close