• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিহত পাঁচজনই গোপালগঞ্জ ছাত্রলীগ-যুবলীগ নেতা

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৬ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪
খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে ট্রাকচাপায় নিহত ৫ জনই গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও সদর থানা যুবলীগের নেতা। জানাযায় এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

আর এ মৃত্যুতে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতেও চলছে আহাজারি ও শোকের মাতম। সকাল থেকেই নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রূপসা সেতু বাইপাস সড়কে খাজুর বাগান নামক স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন।

নিহত ৪ ছাত্রলীগ নেতা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র ছিলেন। নিহত ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান বাবু গোপালগঞ্জের মাদকবিরোধী প্রতিষ্ঠান “মাদককে না বলুন”র প্রতিষ্ঠাতা সভাপতি।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বাদ জোহর নিহত ওই ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতার নামাজে জানাজা গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

/পিবিডি/পি.এস

খুলনা,গোপালগঞ্জ,ছাত্রলীগ,যুবলীগ নেতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close