Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯, ৫ চৈত্র ১৪২৫
  • ||

১৫০০ বাচ্চাকে দুর্গন্ধ থেকে মুক্তি দেন, ভিডিও ভাইরাল

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৪
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon
ফাইল ছবি

ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে আলোচনায় এসেছেন। তার সর্বশেষ লাইভ ছিল একটি বিদ্যালয়ের সামনে রাখা ডাস্টবিনের ওপর দাঁড়িয়ে। অন্যগুলোর মতো তার এই ভিডিওটিও ভাইরাল হয়েছে দ্রুতই।

রোববার ফেসবুক লাইভে এ আইনজীবী বলেন, আমি একটা ময়লা ডাস্টবিনের ওপর দাঁড়িয়ে আছি। এটা একটা ডাস্টবিন। ডাস্টবিন থাকতেই পারে। কিন্তু এটা একটা বিদ্যালয়ের সামনে, বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে এই ডাস্টবিন। ১৫০০ শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশুনা করে। সেই বিদ্যালয়ের গেটেই এ ডাস্টবিন। জজকোর্ট থেকে হাইকোর্ট যাওয়ার পথে, গুলিস্তানে, সৈয়দ নজরুল ইসলাম স্মরণীর সামনে আপনারা এই ডাস্টবিনটি পাবেন।

আমার কষ্ট লাগে যে কারোই এটা চোখে পড়ে নাই। ১৫০০ বাচ্চা যে জায়গায় থাকে, সে বাচ্চার চোখের সামনে আপনি সারাক্ষণ, দুর্গন্ধের ডাস্টবিন রেখে দিয়েছেন।

এদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। কোনো বিদ্যালয়ের সামনে দুর্গন্ধের ডাস্টবিন থাকতে পারে না। আল্লারওয়াস্তে এদের দুর্গন্ধ থেকে মুক্তি দেন। এদের যদি দুর্গন্ধ থেকে মুক্তি দেন আমার বিশ্বাস তখনই বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে।


/পিবিডি/একে

ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন,ভাইরাল
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত