• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

অগ্নিদগ্ধ মানুষ দেখে ভীষণ কষ্ট পেয়েছেন বাপ্পী

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫০ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৬
বিনোদন প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে মারা গেছেন অন্তত ৬৭জন সরকারি হিসেবে ১১ জনের নিখোঁজের তথ্য দেয়া হলেও রেড ক্রিসেন্ট কর্মীরা জানিয়েছেন, তাদের হিসেবে এখনও ৬২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই । এসব অগ্নিদগ্ধ মানুষদের দেখতে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

সম্পর্কিত খবর

    স্ব-চক্ষে এসব অগ্নিদগ্ধ মানুষ দেখে বাপ্পী ভীষণ কষ্ট পেয়েছেন বলে জানান এই নায়ক। বাপ্পী বলেন, হাসপাতালে মানুষগুলোকে দেখতে না গেলে বুঝতাম না, তারা কত কষ্টে আছেন। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল এলাকা ভারী। হাসপাতাল জুড়ে মানুষ পোড়া গন্ধ। কেবিনে কেবিনে মানুষদের আর্তনাদ। এমন অবস্থা আমি চোখের সামনে কখনো দেখিনি।

    তিনি বলেন, যখন কেবিন ঘুরে দেখছিলাম একজন আগুনে পোড়া মানুষ আমাকে দেখে ডেকে উঠলো। বলল, আমাকে সে চেনে। আমার সিনেমা দেখেছে। এ কথা শোনার পর আমি ঠিক থাকতে পারিনি। তার সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছি। এরপর সেখান থেকে যখন মর্গে যাই, সেখানে আরো ভয়াবহ অবস্থা। নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে জড়ো হয়ে আছেন শত শত মানুষ। কেউ কেউ বলছে, মানুষ পুড়লে ছোট হয়ে যায়। উচ্চতায় অনেকের সঙ্গে মিলছে না। অনেকেই প্রিয়জনের লাশ এতে করে মেলাতে পারছে না। এ বিষয়টি খুব নাড়া দিয়েছে আমাকে। পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশগুলো তারা চিনবেন কী করে?

    নায়ক বাপ্পী বলেন, ‘লাশ দেখে অসহায় মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সান্ত্বনা দেওয়ারও কেউ নেই। আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সাধ্যমত চেষ্টা করছেন তারা। মৃত্যু আমাদের জীবনে অবধারিত। কিন্তু সে মুত্যু কেন আগুনে পুড়ে হবে? টিভিতে আগুনে ঘর পোড়ার দৃশ্য দেখে ঠিক থাকতে পারিনি। আমি আমার সাধ্যমত তাদের সাহায্যে এগিয়ে আসবো। আমি চাই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।

    আবেগ প্রবণ হয়ে বাপ্পী বলেন, যে জীবন চলে গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা তো সম্ভব নয়। রাষ্ট্র তাদের জন্য যা করার করবে। পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা উচিত। আমরা যদি এগিয়ে আসি তাহলে তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। তবে আপাতত যারা আহত আছেন তাদের যথাযথ চিকিৎসার প্রয়োজন। আমি চাই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। যদি নেওয়া হয়, তাহলে এ জাতীয় বিপর্যয়ের আশংকা অবশ্যই হ্রাস পাবে।

    প্রসঙ্গত, অমর একুশে উদযাপনের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জনের প্রাণহানির ঘটনার নয় বছর পর একই এলাকায় এ ধরনের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

    পিবিডি/জিএম

    পুরান ঢাকার অগ্নিকাণ্ড,ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট,চিত্রনায়ক বাপ্পী চৌধুরী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close