• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পাগলের মত বোনকে খুঁজছেন ভাই

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬
নিজস্ব প্রতিবেদক

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তির অনুষ্ঠান শেষে লালবাগের বাসায় ফিরছিলেন গার্হস্থ অর্থনীতি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা। পরিবারের সাথে সর্বশেষ কথা হয় ১০টা ৪ মিনিটে। পরিবারকে জানিয়েছিলেন কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবেন, কিন্তু ফেরা হয়নি।

রাত ১০টা ৪ মিনিটে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয় গার্হস্থ অর্থনীতি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমার। চকবাজার অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ি থেকে তাকে আবার ফোন করা হলেও ফাতেমাকে আর পাওয়া যায়নি।

২১ বছরের সেই তরুণীর খোঁজে এখানে-সেখানে ছুটে বেড়াচ্ছেন তার ভাই সাঈদুল ইসলাম সানি। ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন অনেকবার। রাজধানীর অন্যান্য হাসপাতালেও তিনি খুঁজেছেন বোনকে। পুলিশ ও র‌্যাবের কাছেও অনুসন্ধান করেছেন। কোথাও কোনো খোঁজ পাননি।

আজ তিনি ছোট বোনের মোবাইল হ্যান্ডসেটটি ট্র্যাক করিয়ে জানতে পারেন, অগ্নিকাণ্ডের রাতে সোয়া ১০টায় ফাতেমার লোকেশন ছিল পুরান ঢাকার বেগম বাজারে, যা দুর্ঘটনাস্থল থেকে মাত্র সাড়ে তিন’শ মিটার দূরে। শুক্রবার সকালে চুড়িহাট্টা মোড়ে নিখোঁজের তালিকায় বোনের নামও লিখিয়েছেন তিনি। বোনকে আদৌ ফিরে পাবেন কি না সেই আশঙ্কায় এখন সানি।

বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন লোক মারা যান। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪১ জন।

পিবিডি/টিএইচ

অগ্নিকাণ্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close