• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৯, ২২:০৭ | আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২২:১৯
আন্তর্জাতিক ডেস্ক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে শ্রদ্ধা জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার রাতে টুইট করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এই বাঙালি নেতা। টাইমস অব ইন্ডিয়া।

টুইটে মমতা লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জানাই অন্তরের শ্রদ্ধা। মমতার সংক্ষিপ্ত টুইটে রিটুইট করেন প্রায় দুইশ’ মানুষ। গৌতম দাস নামে ব্যক্তি লিখেছেন, তিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের এক সম্ভাবনাময় দেশে।

জ্যোতি চৌধুরী লিখেছেন, শেখ মুজিবুর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতা। ওনার জন্মবার্ষিকীতে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।

এদিকে, রোববার (১৭ মার্চ) সকালে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের ৯৯তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী চলে গেলে সকলের জন্য জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর অওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং পরে ১৯৭৫-এ তাঁর হত্যাকান্ডের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকেন।

পিবিডি/জিএম

পশ্চিমবঙ্গ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বঙ্গবন্ধু,শেখ মুজিবুর রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close