• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে কারণে আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত ভিপি নুর

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৫:০৭ | আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৫:৩২
ঢাবি প্রতিনিধি

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে সোমবার (১৮ মার্চ ) উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা ৫ ঘন্টা বসে থেকেও প্রশাসনের কারও দেখা না পেয়ে কর্মসূচি স্থগিত করে তারা।

তবে এ আন্দোলনে দেখা যায়নি নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরকে।

জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন নুর নিজেই। মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। তাই গতকালের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারিনি। এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেই। পরবর্তীতে আমরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

এর আগে, সোমবার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খান, বলেন, ২৮ বছর পরে হওয়া ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে।প্রশাসন সরাসরি কারচুপির সঙ্গে জড়িত। একটি ছাত্র সংগঠনকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নৈতিকভাবে তারা এমন দুর্বল হয়ে গেছে যে শিক্ষার্থীদের সামনে আসার সৎ সাহসটা পর্যন্ত তাদের নেই। আমরা হতাশ হয়েছি। ভিসি প্রক্টর আমাদের ডাকে সাড়া দেয়নি। ছেলেদের হলে অনিয়মের কোনো তদন্ত করেনি। বিশ্ববিদ্যালয়ের মানসম্মান যা ছিল সব নষ্ট হয়ে গেছে এ নির্লজ্জ প্রশাসনের কারণে।

উল্লেখ্য, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল।


/পিবিডি/একে

নুরুল হক নুর,ডাকসু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close