• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন ইলন মাস্ক 

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২২, ১৪:১১
নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার ইলন মাস্ক। তার স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের এলভিএমএইচ গ্রুপের সিইও বার্নার্ড আর্নল্ট।

সংবাদমাধ্যম ফোর্বস ও ব্লুমবার্গের বরাত দিয়ে বিবিসি জানায়, বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদ ১৮৮ বিলিয়ন ডলার।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নেন মাস্ক। সেই সঙ্গে চলতি বছর টেসলার শেয়ারের পতনের ফলে মাস্কের সম্পদের পরিমাণ কমে গেছে।

'টুইটার নিয়ে যতসব সার্কাসের কারণেই মূলত বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ইলন মাস্ক', এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের পরিচালক ড্যানিয়েল আইভস্।

তিনি বলেন, 'টুইটার নিয়ে মাস্কের অস্বাভাবিক আচরণ টেসলার শেয়ারের দামের ওপর প্রভাব ফেলেছে।'

ইলন মাস্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close