• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ নির্বাচন ১০ বছর পর পর করার প্রস্তাব আ’লীগ নেতার

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৮ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৯
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচন ১০ বছর পর পর করার জন্য প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রস্তাব করেন। পাশাপাশি এ বিষয়ে সবার মন্তব্যও কামনা করেছেন ড. সিদ্দিকুর। অবশ্য স্ট্যাটাসের নিচের মন্তব্যগুলো ঘেটে দেখা গেছে, এই প্রস্তাবের বিরোধিতা প্রায় সবাই।

সম্পর্কিত খবর

    ড. সিদ্দিকুর রহমানের স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো-

    “বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন খুবই ব্যয়বহুল। এ ছাড়া এর মাধ্যমে অসাবধানতাবশত জীবনহানি ঘটে। গত নির্বাচনেও ১৪ জন মৃত্যুবরণ করেছেন।

    এ ব্যাপারে একটি বিকল্প চিন্তা করা যায় কিনা, যাতে করে অর্থ সাশ্রয় হবে এবং অমূল্য জীবন রক্ষা পাবে। গত ২০ বছর জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের বেশিরভাগই দুইয়ের অধিকবার নির্বাচিত হয়েছেন।

    তাই আগামী ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ না হওয়া পর্যন্ত প্রতি ১০ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিবেচনার জন্য আবেদন রাখছি। এ ব্যাপারে সবার মন্তব্য প্রত্যাশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

    পিবিডি-এনই

    যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close