• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নানাভাবে প্রতারিত হয়েছি, তাই বলে আমি মরে গেছি?

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮
সুপ্রিতি ধর

আমার জীবনে প্রতারণার শিকার হওয়াই যেন ধ্রুব সত্য ছিল, আর সব মিথ্যা। কে না করেছে প্রতারণা? জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটা মানুষ আমার সাথে প্রতারণা করেছে নানাভাবে, কেউ কোনো কমিটমেন্ট রক্ষা করেনি, না স্বজনদের, না প্রেমিকের। তাই বলে আমি মরে গেছি? পাগলামি করেছি ঠিকই, কিন্তু মরবো না জেনেই করেছি তা। ক্ষণিকের ভ্রম বলা যায় সেগুলোকে।

আত্মহত্যা আমি আর করবো না, চেষ্টাও করবো না। কারণ এটা একটা অপরাধ। নিজে মরে যাওয়াই শেষকথা না, আশেপাশের সবাইকে এমন বিদঘুটে পরিস্থিতিতে ফেলার কোনো অধিকার আমার নেই।

সম্পর্কিত খবর

    তার চাইতে বরং বেঁচে থাকলে লাভ বৈ ক্ষতি হয় না। এই যেমন এখন আমি জানালা দিয়ে কেবলই শাদা শাদা বরফ দেখছি, দেখছি বাচ্চাদের বরফ নিয়ে লুটোপুটি খেলা, জীবন তো সুন্দর। মরে গেলে দেখতাম এসব?

    লেখিকা- সম্পাদক, উইমেন চ্যাপ্টার (লেখিকার ফেসবুক পোস্ট থেকে নেয়া)

    পিবিডি/আরিফ

    সুপ্রিতি ধর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close