• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘রাজনীতিতে বেহায়াপানা দেউলিয়াপানা দেখে ঘৃণা হয়’

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২
সাবিনা আক্তার তুহিন

রাজনীতিতে বেহায়াপানা দেউলিয়াপানা দেখে ঘৃণা হয়। মেনন সাহেব দলের কর্মী বাদ দিয়ে নিজের ওয়াইফ কে সংসদ সদস্য মনোনীত করলেন। রাজপথে কর্মীরা রক্ত দেয় আর স্ত্রীকে সংসদ সদস্য করা। আচ্ছা এদের কি লজ্জা শরম নেই? সরাসরি মনোনয়নে তো স্ত্রী কে প্রার্থী করে না কারন পাশ করতে পারবে না, রেডিমেড তাই ঘরেই সব তোলা ।নারীদের রাজনীতিতে পিতার ছায়া স্বামীর ছাঁয়া না থাকলে রাজনৈতিক প্রাপ্তি অনেক কঠিন। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ করেছেন সংগ্রাম করেছেন নিজের গন্তব্য নিজে তৈরী করেছেন। স্বামীর স্ত্রীরা নেত্রী কে ফলো করে আগেই রাজনীতিতে যদি নাম লিখাতেন তবে কোন প্রশ্ন মনে জাগতো না। প্রধানমন্ত্রী ছেলে মেয়ে কাউকে সংসদে যোগ্যতা থাকা স্বত্বেও আনেন নাই অথচ কিছু রাজনীতিবিদ লোভের কাছে মাথা নত করতে লজ্জা বোধ করে না। নারীদের মহিলা আসন কমিয়ে আগামীতে সাধারণ আসন বৃদ্ধি করতে হবে এবং রাজনীতিতে দীর্ঘ পরিক্ষীতকেই মনোনয়ন দিতে হবে এ নিয়েই আগামীর আমার এবং ইনশাল্লাহ্ একদিন আমাদের সংগ্রাম হবে। আমরা যদি আমাদের দাবীতে সোচ্চার হই নেত্রী অবশ্যই আমাদের পাশে থাকবে। আমি মনে করি অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়। আসুন স্ত্রীকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে নারী সমাজ রাজনীতিবিদ সোচ্চার হই।

লেখক: ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি

(ফেসবুক থেকে সংগৃহীত)


পিবিডি/এসএম

সাবিনা আক্তার তুহিন,ফেসবুক স্ট্যাটাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close