• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একদিনের পর্যবেক্ষণে মিরাজ

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৯, ২১:৩০
স্পোর্টস ডেস্ক

মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ড থেকে ফেরার পর সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়েছিলেন । এরপর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে মাঠে নামেন তিনি । টানা তিনটি ম্যাচ ভালোই খেলেছিলেন। কিন্তু চতুর্থ ম্যাচে বিপত্তি! বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন। আপাতত একদিনের জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

রোববার (৭ এপ্রিল) ০৭, লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে মিরাজকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে শাহরিয়ার নাফীসের শট ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মিরাজ। আহত স্থানে বরফ চেপে ধরলেও ব্যথা কমছিল না।

পরে ফিজিওর সাথে মাঠ ছাড়েন ও প্রাথমিক চিকিৎসা হিসেবে ঠান্ডা পানিতে আঙুল চুবিয়ে রাখতে দেখা যায়। বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশিষের কাছে যান মিরাজ। আপাতত একদিনের পর্যবেক্ষণে আছেন তিনি।

পিবিডি/জিএম

মেহেদী হাসান মিরাজ,মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম,আবাহনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close