• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জুভেন্টাসের ঘরে টানা অষ্টম শিরোপা

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ০২:০৩
স্পোর্টস ডেস্ক

টানা অষ্টমবারের মতো ইতালিয়ান লিগ সিরা আয় চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস লিখল জুভেন্টাস। ফিওরেন্সিনাকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল দলটি।

শনিবার নিজেদের মাঠে ফিওরেন্সিনাকে ২-১ গোলে হারায় জুভেন্টাস।

গেল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় জুভেন্টাস। সেই হতাশা নিয়েই এদিন খেলতে নামে দলটি। লিগ শিরোপা জয়ে হয়তো সমর্থকদের মনের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল।

যদিও ইতালিয়ান লিগ শিরোপা একরকম নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে তুরিনের জায়ন্টরা। এ নিয়ে সব মিলে ৩৫ টি লিগ শিরোপা জিতল দলটি।

মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল এদিন অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের ৬ মিনিটে নিকোলা মিলেঙ্কোভিচ গোল করে এগিয়ে দেন ফিওরেন্সিনাকে। ইউভেন্তুস ম্যাচে সমতা আনে ৩৭ মিনিটে। গোল করেন অ্যালেক্স সান্দ্রো।

ম্যাচের ৫৩ মিনিটে নিজেদের জালেই বল ঠেলে দেয় ফিওরেন্সিনা। ভাগ্যক্রমে পাওয়া সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় ইউভেন্তুসের।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এ মৌসুমে জুভেন্টাস পাড়ি জমান ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম বছরই জিতলেন শিরোপা। তাতে ইতিহাসও লেখা হলো। ইংল্যান্ড, স্পেনের পর ইতালিতেও জিতলেন লিগ শিরোপা। ইউরোপের শীর্ষ তিন লিগে শিরোপা জয়ের কৃতিত্ব রোনালদো ছাড়া আর কারো নেই।

পিবিডি/রবিউল

জুভেন্টাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close