• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ধাওয়ানকে মানকাডের চেষ্টা অশ্বিনের, পাল্টা শিখর যা করলেন

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১২:১৮
স্পোর্টস ডেস্ক

এবার দেশীয় সতীর্থ শিখর ধাওয়ানকে মাকড়ীয় আউটের চেষ্টা রবিচন্দ্রন অশ্বিনের৷শনিবার রাজধানীর কোটলায় দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসের সময় ১৩তম ওভারে নন-স্ট্রাইকিং এন্ডে শিখরকে মাকড়ীয় আউটের চেষ্টা করেন পাঞ্জাব অধিনায়ক৷ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে হঠাৎ মুহূর্তের জন্য থমকে গিয়ে ক্রিজে শিখরের ব্যাটের অবস্থান মেপে নেন অশ্বিন৷

ধাওয়ান অবশ্য সতর্ক থাকায় আউট হননি৷ ধাওয়ানের ব্যাট ক্রিজের মধ্যে রয়েছে দেখে উইকেটে বল ছোঁড়েননি অ্যাশ৷ এরপরই পাল্টা দেন গব্বর৷

সম্পর্কিত খবর

    পরের বলটি করার জন্য অশ্বিন রান আপ নিতে পিছনে ছুটে গেলে হাঁটু মুড়ে ক্রিজে বসে মজা শুরু করে দেন ধাওয়ান৷ পরে অশ্বিন বল করতে এলে নাচের ভঙ্গিতে ক্রিজ ছেড়ে বেড়িয়ে যাওয়ার অভিনয় করে পাঞ্জাব অধিনায়ককে বোকা বানানোর চেষ্টা করেন গব্বর৷ পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দুই ভারতীয় ক্রিকেটারের মজার এপিসোড নেটিজেনদের বেশ মনে ধরেছে৷

    উল্লেখ্য চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের জোস বাটলারকে মাড়কীয় আউট করে বিতর্কের জন্ম দেন অশ্বিন৷ নন-স্ট্রাইকিং এন্ডে ক্রিজ ছাড়তেই বাটলারকে মানকাড করেছিলেন পাঞ্জাব অধিনায়ক৷ তার সেই আউট করা নিয়ে তুমুল হৈচৈ হয়েছিল৷ অশ্বিনের এই আউট করাকে অনেকেই ক্রিকেটের স্পিরিট বিরোধী বলে ব্যাখা দিয়েছিলেন৷ পরে একাধিক ম্যাচে বোলাররা মাকড়ীয় আউটের চেষ্টা করলে ব্যাটসম্যানদের বেশ সতর্ক থাকতে দেখা গিয়েছে৷

    সম্প্রতি ইডেনে নাইটদের সেরা স্পিনার নারিন কোহলিকে মাড়কীয় আউটের চেষ্টা করলে সতর্ক ছিলেন বিরাট৷ নারিনের আউটের চেষ্টার ভাবনার পাল্টা দিয়ে ক্রিজে ব্যাট রেখে মজা জুড়ে দিয়েছিলেন কিং কোহলি৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close