• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ 

প্রকাশ:  ০১ মার্চ ২০২৩, ১৩:৩৮
ক্রীড়া প্রতিবেদক

ওটিটি প্ল্যাটফর্ম-ইউটিউব চ্যানেলেসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আজ বুধবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ১২টায়।

বাংলাদেশে খেলা দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে। ওটিটি প্ল্যাটফর্ম র্যাবিটহোলডটকমে, মোবাইলে র্যাবিটহোল অ্যাপসের মাধ্যমে খেলা দেখা যাবে। এজন্য সাবস্ক্রিপশন নিতে হবে।

সম্পর্কিত খবর

    র‌্যাবিটহোল তাদের ইউটিউব চ্যানেলেও খেলা দেখাবে, তবে বাংলাদেশের মানুষ দেখতে পারবে না। বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড ছাড়া বিশ্বের সব দেশ থেকে ইউটিউবে খেলা দেখা যাবে।

    ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে সরাসরি খেলা সম্প্রচার করবে স্কাই স্পোর্টস ও টক স্পোর্টস রেডিও। ভারতে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ফানকোড ডটকম ও ফানকোড অ্যাপে দেখা যাবে খেলা।

    মিরপুরে ৩ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

    এই সিরিজের ওয়ানডে তিনটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে।

    বাংলাদেশ-ইংল্যান্ড
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close