ভারতের বিপক্ষে একাদশ চূড়ান্ত করলো পাকিস্তান

ভারত ও পাকিস্তানের মহারণ হচ্ছে আরেকবার। এশিয়া কাপের সুপার কাপে রবিবার কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে নামছে পাকিস্তান। বরাবরের মতো ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে তারা।
সম্পর্কিত খবর
বাংলাদেশকে হারানো দল নিয়েই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার মানে স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ফেরা হচ্ছে না। গত ম্যাচে খেলা ফাস্ট বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ জায়গা ধরে রাখলেন।
প্রত্যাশিতভাবে পেসত্রয়ী শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর ওপর আস্থা রাখছেন বাবর আজম।
গ্রুপের ম্যাচে প্রথমবারের দেখায় ভারতকে ২৬৬ রানে থামিয়েছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে তারা ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি থেকে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।