• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
  • ||

ভারতের বিপক্ষে শেষ চার ওয়ানডের তিনটাই জিতেছে বাংলাদেশ

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩
নিজস্ব প্রতিবেদক

১১ বছর পর এশিয়া কাপের মঞ্চে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল। ফলে ফাইনালে যেতে না পারলেও টাইগাররা সুখস্মৃতি নিয়েই এশিয়া কাপ থেকে বিদায় নিল। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভারত কিছুতেই পেরে উঠছে না টাইগারদের সাথে।

সম্পর্কিত খবর

    গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। পূর্ণশক্তির দল নিয়েও তারা বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে! মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি ১ উইকেটে ও দ্বিতীয় ম্যাচটি ৫ রানে জিতে নেয় বাংলাদেশ। দুটিতেই বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথমটিতে দলের পরাজয়ের মুহূর্তে অপরাজিত ৩৮ এবং দ্বিতীয়টিতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

    চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ২২৭ রানের বিশাল ব্যবধানে। সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (১১৩) ও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তরুণ ইশান কিশান (২১০)। গতকাল কলম্বোতে বিরাট কোহলি না থাকলেও ভারতীয় দলটি মোটেও ছন্নছাড়া ছিল না। ২৬৫ রানের পুঁজি নিয়ে সেই দলকেও ৬ রানে হারিয়ে দিয়েছে টিম টাইগার।

    বৃথা গেছে ভারতীয় ওপেনার শুভমান গিলের ১২১ রানের বিধ্বংসী ইনিংসটি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close