ফিল্ডিংয়ে ভারত, একাদশে আয়ার-অশ্বিন

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এ ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় থাকা শ্রেয়াস আয়ার। এছাড়া দলে ডাকা রবিশচন্দন অশ্বিনকে নেওয়া হয়েছে একাদশে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কেএল রাহুল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়
সম্পর্কিত খবর
মোহালির উইকেটে রান হয়। এ ম্যাচেও রান হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে রান চেজ করা সেখানে কিছুটা সহজ। ভারত একাদশে পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে রেখেছে। শুভমন গিলের সঙ্গে ওপেনিং করবেন ঋতুরাজ গাইকোয়াড়।
অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন না অধিনায়ক প্যাট কামিন্স। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তিনি। সঙ্গে মিশেল মার্শ ফিরেছেন। ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নামবেন এই টপ অর্ডার ব্যাটার। ম্যাথু শট ও শেন অ্যাবট আছেন দলটির বোলিং আক্রমণে।
ভারতের একাদশ
গিল, ঋতুরাজ, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ইশান কিষাণ, সূর্যকুমার, জাদেজা, অশ্বিন, শার্দুল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।
অস্ট্রেলিয়ার একাদশ
ওয়ার্নার, মিশেল মার্শ, স্মিথ, লাবুশানে, ক্যামেরুন গ্রিন, জস ইংগলিস, মার্কোস স্টইনিস, ম্যাথু শট, প্যাট কামিন্স, শেন অ্যাবট, অ্যাডাম জাম্পা।
পূর্বপশ্চিমবিডি/এসএম