এক কোটিতে জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে মুক্তি পেয়েছেন। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট এই স্পিনারকে জামিন দিয়েছেন। ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি করে দুটি সিওরিটিতে (মুচলেকা) সাবেক এই লঙ্কান স্পিনারকে জামিন দেওয়া হয়েছে। যদিও এখনো তার ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কান পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
সম্পর্কিত খবর
৬ সেপ্টেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সেনানায়েকেকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কান পুলিশ। তখন ক্রিকইনফো জানিয়েছিলো, ৩৮ বছর বয়সী এই স্পিনার ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কয়েক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন।
বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানিয়েছিলো, যদিও সেনানায়েকে সেই টুর্নামেন্টে খেলেননি, সে সময় তিনি শ্রীলঙ্কায় ছিলেন না বলেও জানা যায়।
৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেনানায়েকে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৬ সালে। ৪৯ ওয়ানডেতে সেনানায়েকের উইকেট ৫৩, টি-টোয়েন্টিতে তার উইকেট ২৫টি।
২০১৪ সালে একটি টেস্ট খেলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে তিনি কোনো উইকেট পাননি। আইপিএলে ২০১৩ সালে তাকে ৬ লাখ ২৫ হাজার ডলার দামে কিনেছিলো কলকাতা নাইট রাইডার্স।
শ্রীলঙ্কাকে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সেনানায়েকে। ৫ ইনিংস বল করে উইকেট নিয়েছিলেন ৪টি। তবে ওভারপ্রতি খরচ করেছিলেন মাত্র ৪.৮৮ রান।
পূর্বপশ্চিমবিডি/এসএম