• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
  • ||

ওয়ার্নারের চোখে ধোনিই বিশ্বের সেরা ফিনিশার

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২৩, ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক

ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসার জন্য সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেয়ে গিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’ উপাধী। ধোনি ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হলো। কিন্তু তার এই ম্যাচ শেষ করে আসার ক্ষমতায় মোহিত হয়ে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তার চোখে এখনো ধোনিই বিশ্বের সেরা ফিনিশার।

সম্পর্কিত খবর

    বিশ্বকাপ উপলক্ষ্যে ইতোমধ্যে ভারতে পৌছে গেছে দলগুলো। খেলতে শুরু করেছে প্রস্তুতি ম্যাচও। বিশ্বকাপ প্রস্তুতির এক ফাঁকেই ভারতীয় টিভি চ্যানেল জিও সিনেমার মুখোমুখি হয়েছিলেন অজি ওপেনার। সেখানেই ধোনিকে বিশ্বের সেরা ফিনিশর তকমা দিয়েছেন এই তারকা ব্যাটার।

    জিও সিনেমার সঙ্গে কথা বলার সময় আয়োজকদের পক্ষ থেকে ওয়ার্নারের সামনে ঝটপট উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন রাখা হয়। যার মধ্যে একটি প্রশ্ন ছিল, বিশ্বের সেরা ফিনিশার হিসেবে তিনি কাকে মনে করেন। ওয়ার্নারের উত্তর ছিল, ‘আমার মতে ধোনি বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার।’

    এছাড়াও সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে তিনি বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিসকে। তিনি বলেন, ‘কোনও রকম সন্দেহ না রেখেই বলতে পারি জ্যাক ক্যালিস সর্বকালের সেরা ক্রিকেটার।’

    এছাড়াও আরও অনেক কথাই বলেছেন ওয়ার্নার। জীবনে প্রথম দিকে ব্যাটার নয় বরং লেগস্পিনার হতে চেয়েছিলেন অজি ওপেনার। ওয়ার্নার বলেন, ‘প্রথমে আমি লেগ স্পিনার হতে চেয়েছিলাম। শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংদের আমি আমার আদর্শ হিসেবে মনে করি।’

    এক পর্যায়ে ক্রিকেটের বাইরের জীবন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। যদি ক্রিকেটার না হতেন সেক্ষেত্রে কি হতেন? প্রশ্নের জবাবে ওয়ার্নার জানান, মহাকাশচারী হতেন। আরও জানিয়েছেন, ভারতীয় খাবারের মধ্যে হায়দরাবাদি বিরিয়ানি তার ভালো লাগে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close