ভারতের ওড়িশাকে ৩-২ গোলে হারালো বসুন্ধরা

ভারতের ওড়িশা এফসিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। সোমবার (২ অক্টোবর) ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় এ ম্যাচ।
ম্যাচ শুরুর ১৯ মিনিটে এগিয়ে যায় ওড়িশা এফসি। মাভিমিংথাঙ্গা জেরির সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে বল বাড়ান লালডিনলিয়ানা। ডান প্রান্ত ধরে দ্রুতই কোনাকুনি শট নেন ওড়িশার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও। জিকোর পরিবর্তে গোলপোস্টের নিচে থাকা গোলকিপার মেহেদী হাসান ঠেকাতে পারেননি সেই শট।
সম্পর্কিত খবর
প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুবার গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ হারায় বসুন্ধরা। তবে ৩৯ মিনিটে গোল না পাওয়ার আক্ষেপ ঘুচে ফেলে স্বাগতিকরা। বাঁ প্রান্ত ধরে দারুণ দক্ষতায় টাচ লাইনের ওপর থেকে বক্সে চিপ করেন রবিনহো। এই ব্রাজিলিয়ানকে আটকাতে গোলরক্ষক অমরিন্দর সিংও চলে গিয়েছিলেন সেখানে, তাতে গোলপোস্ট হয়ে যায় ফাঁকা। ফাঁকা পোস্টে রবিনহোর চিপ ধরে হেডে বল জালে জড়ান আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা।
বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। রাকিবের ক্রসে বক্সের ভেতর থেকে দোরিয়েল্তনের দারুণ হেড জড়িয়ে যায় জালে। তাতে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দেশের অন্যতম সেরা দলটি।
বিরতির পর খেলা আরো জমে ওঠে। ৫৪ মিনিটে বসুন্ধরা এগিয়ে যায়। রবিনহোর পাসে দোরিয়েল্তন বক্সে ঢুকে গোলকিপারে দুই পায়ের ফাঁক দিয়ে জড়িয়ে দেন জালে। নাটমেগ করে গোল। একটু পরই ওড়িশার একটি প্রচেষ্টা সাইড বারে লাগলে ব্যবধান কমানো যায়নি।
৬৫ মিনিটে ওড়িশা ব্যবধান কমায়। জেরির জোরালো শটে কাঁপে জাল। বসুন্ধরার পরপর দুটি গোলের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ৬৯ মিনিটে রবিনহোর শট সাইড বারে লেগে গোল হয়নি। ৬ মিনিট পর গফুরবেগের হেড ক্রস বারে লাগলে আবারও হতাশ হয় সমর্থকরা।
৮৫ মিনিটে ওড়িশার রয় কৃষ্ণার হেড ক্রস বারে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি। শেষ পর্যন্ত এএফসি কাপে প্রথম ম্যাচ জিতে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল।
পূর্বপশ্চিমবিডি/এসএম