ফিলিস্তিনের সমর্থনে ফাইনালের মাঠে অনুপ্রবেশ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১৯:৩৩

ফিলিস্তিনের স্বাধীনতা ও হামলা বন্ধের দাবিতে বিশ্বকাপের ফাইনালের মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার মুখে ছিল ফিলিস্তিনের পকাতার তৈরি মাস্ক। গায়ে ছিল সাদা রঙের টি-শার্ট। স্বাধীনতার দাবিতে সেটার পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টান’। আর সামনে লেখা ছিল যুদ্ধ ও হামলা বন্ধের আহ্বান।
সম্পর্কিত খবর
আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের ১৪তম ওভারের সময় মাঠে ঢুকে পড়েন তিনি। দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। এরপর অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলেন এবং মাঠের বাইরে নিয়ে যান।
মেগা ফাইনাল দেখতে ১ লাখ ৩০ হাজার দর্শক মাঠে প্রবেশ করেছেন। টস হেরে ব্যাট করছে ভারত।