• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রোনালদো চলচ্চিত্রে যোগ দিতে চান

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:৫৯
স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা ফুটবলার।একটা সময় তাকেও থামতে হবে।রিয়াল মাদ্রিদ তারকা অবসরে যাওয়ার পর কী নিয়ে থাকবেন, কী ভাবে সময় কাটাবেন সেটি নিয়ে কৌতূহলের শেষ নেই।সিআর সেভেন নিজেই জানিয়েছেন, ফুটবলকে বিদায় জানানোর পর তিনি চলচ্চিত্র প্রযোজনায় নামতে চান।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩৩-এ পা দেবেন রোনালদো।গত দুই বছর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।ফলে আরো কয়েক বছর যে মাঠ দাপিয়ে বেড়াবেন সেটি চোখ বন্ধ করেই বলে দেয়া যায়।তবে ফুটবলকে বিদায় জানানোর পর কী করবেন সেই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই ভেবে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার।

সম্পর্কিত খবর

    ভিনি জোন্স, এরিক ক্যান্তোনা এবং ডেভিড বেকহামের মতো তারকা খেলোয়াড়রা খেলার মাঠকে বিদায় জানানোর পর চলচ্চিত্রের রঙিন পর্দায় নাম লিখিয়েছিলেন। রোনালদোও সেই তালিকায় নাম লেখাতে চান।

    স্কাই ইতালিয়াকে দেয়া সাক্ষাৎকারে জুভেন্টাস কিংবদন্তি আলেজান্দ্র দেল পিয়েরোতে রোনালদো বলেন, 'আমি এখন মাঠের খেলা নিয়েই ফোকাস করছি।আমি জানি একসময় (ফুটবল মাঠকে) আমার বিদায় জানাতে হবে।তবে ততক্ষণ পর্যন্ত আমি মুহূর্তগুলো উপভোগ করতে চাই।যেটি ভালো সেটি সত্যিই অনেক ভালো।আমি জানি, যখন বিদায় নিব তখন ভালো জীবন-যাপন করবো।'

    এরপর ফুটবল পরবর্তী জীবন নিয়ে তিনি বলেন, 'আমার হাতে অনেক অর্থ রয়েছে।অবসরের পর নতুন কিছু করতে চাই। উদাহরণস্বরূপ, আমি চলচ্চিত্র তৈরি করতে চাই।তারপর আমার কোম্পানি হবে: হোটেল থাকবে, জিম থাকবে, নাইকির সঙ্গে যোগাযোগ থাকবে।আমি কীভাবে ব্যবসায়ী হতে হয় তা শিখতে চাই।আমি ভবিষ্যৎ নিয়ে ২৭ কিংবা ২৮ বছর বয়স থেকেই ভাবনা শুরু করেছি।'

    /সম্রাট

    মেলবোর্নের পিচ নিয়ে দুই অধিনায়ক অসন্তোষ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close