• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১০৫ ঘণ্টা টানা যোগাসন করে বিশ্বরেকর্ড

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ০৩:৪২ | আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০৩:৪৪
স্পোর্টস ডেস্ক

টানা ১০৫ ঘণ্টা অর্থাৎ প্রায় সাড়ে ৪ দিন এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবেন? তাও বিশেষ যোগার ভঙ্গিতে? খাবার খাওয়া, পানিপান তো দূরের কথা, প্রকৃতির ডাকে সাড়া দিতে পর্যন্ত নিজের জায়গা ছেড়ে ওঠা যাবে না। এমন অসম্ভবের সাধনা করেই গিনেস বুকে নিজের নাম তুললেন চেন্নাইয়ের কবিতা ভারানিদারান।

২৩ ডিসেম্বর সকাল ৭টায় যোগাসনে বসেছিলেন ৩৩ বছরের কবিতা। তারপর থেকে এক মুহূর্তের জন্য নিজের স্থান ছেড়ে নড়েননি তিনি। জায়গা থেকে ওঠা তো দূর, যোগাসনের ভঙ্গিতে স্থির কবিতাকে বিন্দুমাত্র টলতে পর্যন্ত দেখা যায়নি। পা দু'টো পদ্মাসনের ভঙ্গিতে বসা। আর হাত দু'টো কানের দু'পাশ দিয়ে তুলে মাথার উপরে প্রণামের ভঙ্গিতে জোড়া ছিল তার। টানটান শরীর, চোখে মুখে ক্লান্তি ঘিরলেও আত্মবিশ্বাস অটল।

সম্পর্কিত খবর

    কবিতা দেবীর স্বামী নিজে পেশায় একজন যোগাসন প্রশিক্ষক। স্বামীর প্রশিক্ষণ ও অনুপ্রেরণাই ছিল কবিতার অধ্যবসায়ের পাথেয়। আর তাতে ভর করেই গত ২৮ ডিসেম্বর এক সন্তানের মা কবিতা নতুন বিশ্বরেকর্ড তৈরি করে বছর শেষে গুরুকে দিলেন তার শ্রেষ্ঠ দক্ষিণা।

    তবে এখানেই থেমে থাকতে চাইছেন না ‘যোগী’ কবিতা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close