• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘরের মাঠের সিরিজ আমরা জিততে চাই: মাশরাফি

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ১০:১৪
সম্রাট কবির

দরজায় কড়া নাড়ছে ত্রি-দেশীয় সিরিজ।বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।দেশের মাটিতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের শিরোপা জিততে চান মাশরাফি।বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘ আমাদের মূল কাজ হবে ঠিকঠাক কাজগুলো করা।দেশে ও বাইরের সিরিজের মধ্যে আকাশপাতাল ব্যবধান থাকে।ঘরের মাঠের সিরিজ আমরা জিততে চাই।’

মাশরাফি ও সাকিব আসন্ন সিরিজের কোচ। এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ উনি (পাপন) যেটা বুঝিয়েছেন, সেটা হলো সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বের বিষয়টা। যেটা সব সময়ই থাকে। আলাদা কিছু করতে গেলে আরো সমস্যার উদ্ভব হতে পারে। আমার কাছে মনে হয় যেভাবে চলছিল, সেটাই ঠিক আছে।’

সম্পর্কিত খবর

    দক্ষিণ আফ্রিকা সফরটা ভালো হয়নি টাইগারদের। তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ লজ্জা পেতে হয়েছে মাশরাফি-মুশফিক-সাকিবদের। তবে মাশরাফি অতীত নিয়ে ভাবতে চান না। তিনি সামনেই তাকাচ্ছেন, ‘ দক্ষিণ আফ্রিকা সফর আমাদের ভালো যায়নি। বাজে সময় আসতেই পারে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা মাথায় না রেখে খেলা। সেদিকেই মন দেওয়া উচিত আমাদের।’

    /সম্রাট

    যে কারণে ত্রি-দেশীয় সিরিজের শিরোপা জিতবে বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close