Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯, ৭ চৈত্র ১৪২৫
  • ||

ঈশ্বর ছয় মারার জন্য যথেষ্ট শক্তি দিয়েছেন আমাকে

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৮, ১৫:০৩
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

বয়স ৩৬ ছুঁয়েছে কিন্তু এই মুহূর্তে ভারতের সেরা ১০ ফিট ক্রিকেটারের কথা উঠলে মহেন্দ্র সিং ধোনির নাম অবশ্যই আসবে৷ রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে ম্যাচে ৪৪ বলে ৭৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ধোনি৷

ম্যাচ চলাকালীন কোমরে চোট পান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক৷ মাঠের মধ্যে ফিজিওর কাছে থেকে মাসাজ নিতে হয় মাহিকে৷ কোমরে ব্যথা থাকলেও থামেনি ধোনির ব্যাট৷ ম্যাচের শেষ ওভারে ছয় মারেন ‘মিস্টার কুল’৷ পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোমরে চোট থাকা সত্ত্বেও ছয় মারার বিষয়ে ধোনিকে প্রশ্ন করা হলে হাসতে হাসতে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, ‘ঈশ্বর আমাকে ছয় মারার যথেষ্ট শক্তি দিয়েছেন৷ ছয় মারার জন্য কোমরের দরকার পড়বে না৷ ’

ধোনির মাঠে মাসাজ নেওয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দেওয়া ইন্টারভিউয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়৷ সমর্থকরা ধোনির এই অনবদ্য ইনিংসের পাশাপাশি হার না মানা মনোভাবের প্রশংসা করেন৷ তবে শুধু ফ্যানরাই নন ধোনির প্রশংসা শোনা যায় প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরদের গলায়৷ /এস কে

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত