• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপে জার্মানির স্টাইলে খেলতে চান মেসি

প্রকাশ:  ২০ মে ২০১৮, ১৭:২১
স্পোর্টস ডেস্ক

গত বিশ্বকাপের ফাইনালে জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে কাঁদিয়েছিল। ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে ১-০ গোলে জার্মানির কাছে হেরে যায় ফুটবল জাদুকর লিওনেল মেসির দল। তাই এবার লিওনেল মেসি চান রাশিয়া বিশ্বকাপে তাঁর দেশ আর্জেন্টিনা খেলুক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মতো। এ বার রাশিয়ায় প্রতিশোধের সুযোগ। কিন্তু মেসির কথা, প্রতিশোধ নিতে হলে আর্জন্টিনাকে খেলতে হবে জার্মানির মতোই।

মেসি আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে জার্মান ফুটবলের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা জানিয়ে বলেন, বিশ্বের সেরা ফুটবল অবকাঠামো রয়েছে টমাস মুলারদের দেশে।আর সেটাকেই ‘রোলমডেল’ করে এগোনো উচিত আর্জেন্টিনার।

সম্পর্কিত খবর

    মেসি বলেন, 'আমাদের দলকে আরও জার্মানির মতো হয়ে ওঠা দরকার। ওদের মতোই প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে প্রস্তুতি শুরু করে না ওরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে চলে। অসাধারণ অবকাঠামো আছে বলেই ওদের কখনও ভাল ফুটবলারের অভাব হয় না। চাইলে ওরা বিশ্বকাপে দুটি দল নামিয়ে দিতে পারে। কনফেডারেশন কাপে তো প্রায় সেটাই করেছিল জার্মানি। আর চ্যাম্পিয়নও হয়ে যায়।'

    জার্মানির জাতীয় ফুটবল সংস্থা যে ভাবে ২০২২ সাল পর্যন্ত ম্যানেজার জোয়াকিম লোর সঙ্গে চুক্তি করে নিয়েছে তারও প্রশংসা করেন মেসি। বলেন,‘এটার মানে দাঁড়াচ্ছে একটাই। এখনই ওরা পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সত্যিই এতটা ভাবা যায় না।’

    এখানেই থামেননি দেশের হয়ে ১২৩টি ম্যাচ খেলা আর্জেন্টাইন মহাতারকা। বলেন,‘অসাধারণ পরিকাঠামো আছে বলেই ওদের কখনও ভাল ফুটবলারের অভাব হয় না। চাইলে ওরা বিশ্বকাপে দু’টি দল নামিয়ে দিতে পারে। কনফেডারেশন কাপে তো প্রায় সেটাই করেছিল জার্মানি। আর চ্যাম্পিয়নও হয়ে যায়।’

    মেসি মনে করেন জার্মান ফুটবল পরিকাঠামোর গভীরতার জন্যই তাদের প্রস্তুতির ধরনও সম্পূর্ণ আলাদা, 'আমার সব সময়ই মনে হয়, জার্মানরা একেবারে অন্য রকম ভাবে কাজ করে। অনেককে সুযোগ দেয়। প্রত্যেকে নিজের মতো খেলতে পারে। একেবারে শেষে চূড়ান্ত বিচার হয়। আমার তো তাই খুব ভালো লাগে ওদের সব কিছু।'

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close