• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সালাহ মেসির মত খেলে

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৬:৪০
স্পোর্টস ডেস্ক

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। লিভারপুলের হয়ে মোট ৩২টি গোল করেছেন। দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ডের৷ সেই মোহাম্মদ সালাহকে মেসির সঙ্গে তুলনা করলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো৷

দু’বারের ব্যালন ডি’ অর এবং বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তী স্ট্রাইকার রোনাল্ডো মজে রয়েছেন মিশরীয় তারকার পায়ের জাদুতে। ক’দিন আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছিলেন সালাহ।

সেই ইন্টারভিউয়ের প্রসঙ্গ তুলে রোনাল্ডো জানান, সালাহ! আমি ওকে ভালোবাসি। অদ্ভুত প্রতিভা সম্পন্ন খেলোয়াড় ও৷ অনেকটা মেসির মত খেলে। সম্প্রতি একটা ইন্টারভিউতে ওকে বলতে শুনলাম, আমি ওর ইন্সপিরেশন। শুনে উত্তেজনা বোধ করলাম।

রোববার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ এবং সালাহর ক্লাব লিভারপুল। ভক্তের প্রশংসা করলেও ফাইনালের জন্য নিজের ক্লাবকেই এগিয়ে রাখলেন কিংবদন্তী ব্রাজিলিয়ান৷

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণীও করলেন রোনাল্ডো। রিয়ালের প্রাক্তন স্ট্রাইকারের মতে ফাইনালে ৩-২ লিভারপুলকে হারাবে মাদ্রিদ৷

চলতি মৌসুমের শুরুতে নড়বড়ে লাগলেও পরের দিকে নিজেদের গেমে ফিরিয়ে এনেছে রেড জায়েন্টরা। প্রাক্তন ক্লাবের প্রতি তাই ভরসা রাখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী। রোনাল্ডো জানান, যদি ফাইনালে লিভারপুল রিয়ালকে হারায় তাহলে সেটা ঐতিহাসিক হবে৷

প্রসঙ্গত রবিবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ান্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জিনেদিন জিদানের দল৷

অভি

মোহাম্মদ সালাহ,রোনাল্ডো,রিয়াল মাদ্রিদ,মেসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close