• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুরস্কার ও পরিসংখ্যানে একাদশ আইপিএল

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ০২:৩২
স্পোর্টস ডেস্ক

দু’বছর নির্বাসনের জন্য এখনও পর্যন্ত মোট ৯টা আইপিএল খেলেছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে সাতটাতেই ফাইনাল খেলেছে এই দল। তিনবারের চ্যাম্পিয়ন। এদিন জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে একই আসনে ধোনির দল। এই দু’দলের দখলেই এখন তিনটি করে আইপিএল খেতাব। নির্বাসনের পর ফিরে এসেই ফের ট্রফি জয় চেন্নাই সুপার কিংসের।

একনজরে দেখে নেওয়া যাক আইপিএল-১১’র পুরস্কার তালিকা। চোখ বুলিয়ে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য-পরিসংখ্যানেও।

আইপিএল-১১ পুরস্কার তালিকা:

চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস

রানার্স: সানরাইজার্স হায়দরাবাদ

পারফেক্ট ক্যাচ অফ দ্য ম্যাচ: সুরেশ রায়না

সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ: শেন ওয়াটসন

স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ: লুঙ্গি এনগিদি

উদ্ভাবনী পুরস্কার (ম্যাচ): মহেন্দ্র সিং ধোনি

ম্যান অফ দ্য ম্যাচ: শেন ওয়াটসন

সেরা মাঠ ও পিচ: ইডেন গার্ডেন্স

এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার: ঋষভ পন্ত

ফেয়ার প্লে ট্রফি: মুম্বই ইন্ডিয়ান্স

পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন: ট্রেন্ট বোল্ট

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: সুনীল নারিন

স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য সিজন: ঋষভ পন্ত

উদ্ভাবনী পুরস্কার (সিজন): মহেন্দ্র সিং ধোনি

বেগুনি টুপি: অ্যান্ড্রু তাই

কমলা টুপি: কেন উইলিয়ামসন

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনীল নারিন

আইপিএল-১১ পরিসংখ্যান:

সর্বোচ্চ ব্যক্তিগত রান: কেন উইলিয়ামসন (৭৩৫)

সর্বাধিক উইকেট: অ্যান্ড্রু তাই (২৪)

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ঋষভ পন্ত (অপরাজিত ১২৮)

সেরা বোলিং: অঙ্কিত রাজপুত (৫/১৪)

সর্বাধিক ছক্কা: ঋষভ পন্ত (৩৭)

সর্বাধিক চার: ঋষভ পন্ত (৬৮)

সর্বাধিক ডট বল: রশিদ খান (১৬৭)

সর্বোচ্চ দলগত ইনিংস: কেকেআর (২৪৫/৬)

অভি

আইপিএল,পুরস্কার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close