• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জুভেন্টাস একাডেমিতে ভর্তি হলেন রোনালদো পুত্র

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ১২:৫০
স্পোর্টস ডেস্ক

গেল জুলাইয়ে ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। টানা ১০ বছর রিয়াল মাদ্রিদে থাকার পর ইতালিতে পাড়ি জমিয়েছেন রোনালদো। এবার ক্রিস্টিয়ানো জুনিয়রকে জুভেন্টাসের একাডেমিতে ভর্তি করালেন। ইতালীর গণমাধ্যমে বলা হয়েছে জুভেন্টাসের একাডেমির অনূর্ধ্ব-৯ দলের হয়ে প্রশিক্ষণ শুরু করেছে রোনালদোর বড় পুত্র।

পাঁচ বারের ব্যালন ডি অঁর জয়ী রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন। ২০১০ সালে জন্ম নেয়া বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র গত সোমবার জুভ পুলিসিনি ২০১০ স্কোয়াডের অনুশীলন দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। যাদের অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে জুভেন্টাসের ভিনোভো গ্রাউন্ডে। রোনালদোর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেজ অনুশীলনের সময় গ্রাউন্ডে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    জুভেন্টাসের আরো কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সন্তানরাও ক্লাবের একাডেমী দলে যুক্ত হয়েছেন। এদের মধ্যে আছেন আন্দ্রে বারজাগলি’র পুত্র মাত্তিয়া এবং সতীর্থ ইতালীর সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ক্লদিও মার্চিসিওর পুত্র ডেভিড।

    গত সপ্তাহে রোনালদো বলেছিলেন যে তার বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়ার ও একজন সম্ভাবনাময় ফুটবলার। তিনি বলেন, ‘সে খুবই প্রতিদ্বন্দ্বী। সেও আমার মত হারতে রাজি নয়। সে একেবারেই আমার মত হবে এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। আমি তাকে কিছু বিষয়ে শিক্ষা দিতে চাই। তবে নিজের সিদ্ধান্ত সে নিজেই নিবে। সে আমার দারুণ সমর্থক। আমি চাই সে একজন খেলোয়াড় হিসেবে গড়ে উঠুক। কারণ আমার মনে হয় তার মধ্যে এই বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে।’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close