• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

চতুর্থ টেস্টে অশ্বিন না থাকায় চিন্তায় ভারতীয় ক্রিকেট দল

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ১৪:৩৮
স্পোর্টস ডেস্ক

স্বস্তিতে নেই ভারতীয় ক্রিকেট দল৷ মুরলী বিজয়ের সঙ্গে কুলদীপ যাদবকে প্যাকআপ করে আগেই ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত৷ এর মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের চোট এখনও পুরো সারেনি৷ ফলে ভারতের হাতে একমাত্র অলটারনেটিভ স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷

রবীন্দ্র জাদেজার জায়গা ভারতীয় প্রথম একাদশে নিয়মিত নয়৷ ফলে তাকে এমন একটা গুরুত্বপূর্ণ টেস্টে মূল স্পিনার হিসাবে খেলানোটা একটা বড় চাপের বিষয় হতে পারে৷ কারণ আর কিছুই নয় ভারতের জয় পাওয়া তৃতীয় টেস্টের সময় গ্রয়েন ইনজুরি হয়েছিল অশ্বিনের যা এখনও পুরোপুরি সারেনি ৷

সম্পর্কিত খবর

    ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন অনেক দায়িত্ব সামলান৷ আর টেস্ট ম্যাচে মানে তো ১০ ওভার বল করা নয়৷ ফলে তাঁর চোট পুরোপুরি না সারলে দল তাঁকে মাঠে নামাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই ৷

    তবে তাঁকে খেলানো নিয়ে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনিই লাখ টাকার প্রশ্ন তিনি না খেললে তাঁর পরিবর্ত কি রবীন্দ্র জাদেজা হতে পারেন ৷

    বৃহস্পতিবার থেকে সাদাম্পটনে শুরু চতুর্থ টেস্ট৷ এই টেস্ট ইংল্যান্ড জিতে গেলে সিরিজ জিতে যাবে তারা৷ ফলে এই টেস্ট ম্যাচ নিজেদের পকেটে পুরে সিরিজে সমতা ফেরানোই মূল লক্ষ বিরাট কোহলির ৷ এখনও অশ্বিন খেলবেন না সেটা অবশ্য ঘোষণা হয়নি৷ তাই ফ্যানরা আশায় এই ম্যাচে খেলে দিন তাঁদের মূল প্লেয়ার ৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close