• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ১৬:৫৬ | আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:৫৮
স্পোর্টস ডেস্ক

সাফ ফুটবলের প্রস্তুতি উপলক্ষে বুধবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও শ্রীলংকা। নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হলো স্টেডিয়ামটির। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে শ্রীলংকা।

প্রথমেই আক্রমণত্মক ভাবে খেলা শুরু করে শ্রীলংকা। আর তারই ফল স্বরুপ ১৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় তারা।

সম্পর্কিত খবর

    সবশেষ এশিয়াডে খেলা সেরা একাদশকে এ ম্যাচে বিশ্রাম দিয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। সাফের চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে এশিয়াডে নিয়মিত খেলতে না পারা তরুণ ও সিনিয়র ফুটবলারদের এ ম্যাচে পরখ করবেন বাংলাদেশের ইংলিশ কোচ। এরপরই সাফের চূড়ান্ত দল দেবেন তিনি। এই ম্যাচটি তাই মামুনুল, ওয়ালী ফয়সালদের মতো সিনিয়র ফুটবলারদের পরীক্ষার মঞ্চ।

    অন্যদিকে শ্রীলংকা দলটা তরুণ। তাদের কোচ এক সময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলে যাওয়া নিজাম পাকির আলী। বাংলাদেশকে ভালো দল হিসেবে উল্লেখ করেছেন তিনি। সাফের আগে শেষ ম্যাচ খেলার সুযোগ এটি তাদেরও। তাই শ্রীলংকা দলেরও লক্ষ্য নিজেদের প্রস্তুত করে নেয়া। তবে পাকির আলী জানিয়েছেন জয়ের জন্যই খেলবে তার দল।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close