• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ট্রাম্পকে লাল কার্ড দেখালেন ফিফা প্রেসিডেন্ট

প্রকাশ:  ৩০ আগস্ট ২০১৮, ১১:৫৭
স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ২২তম আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তাই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার জন্য মঙ্গলবার ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

আলোচনার শেষের দিকে ট্রাম্পকে একটি জার্সি উপহারের পাশাপাশি একটি করে লাল ও হলুদ কার্ডও উপহার দেন ফিফা প্রেসিডেন্ট।

সম্পর্কিত খবর

    কার্ড পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হলুদ এবং লাল কার্ডের মধ্যে থেকে লাল কার্ডটি হাতে নিয়ে ট্রাম্প বলেন,‘এটা খুব ভালো। লাল আমি পছন্দ করি।’

    হোয়াইট হাইজে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফিফা প্রেসিডেন্ট। বিশ্বকাপ নিয়ে তার সঙ্গে আলোচনার এক পর্যায়ে ২০২৬ সালের বিশ্বকাপ ইতিহাসের সেরা ক্রীড়া আসর হবে বলে জানান ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প আরো বলেন,‘আমরা একটি দুর্দান্ত ক্রীড়া আসরের অংশীদার হতে যাচ্ছি এবং এটি ইতিহাসের খুব বিশেষ একটি আসর হতে যাচ্ছে।’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close