• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪ | আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে ফাইনালের উঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা ও গাজি টিভি।

হংকংকে হারিয়ে এশিয়া কাপটা দারুণ ভাবেই শুরু করে পাকিস্তান। এরপরেই ছন্দপতন। পরের ম্যাচে ভারতের কাছে অসহায়ভাবে পরাজয়। তার পরে সুপার ফোরের ম্যাচে আফগানিস্তান কোনো মতে হারালেও সেই ভারতের কাছে আবারও ধরা।

অপরদিকে বাংলাদেশের একই রকম অবস্থা। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে এসে ধাক্কা খায়। এরপর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষেও পরাজয়। তবে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে এসে আবারও ছন্দ খুঁজে পায় লাল-সবুজরা। আফগানদের হারিয়ে এখন তাদের সামনে পাকিস্তান পরীক্ষা। আজ পাকিস্তান বাঁধা কাটাতে পারলেই ভারতের বিপক্ষে আসরের ফাইনাল খেলবে বাংলাদেশ।

র‌্যাংকিয়ে পাঁচে থাকা পাকিস্তান সাতে থাকা বাংলাদেশের মুখোমুখি হয়েছে মোট ৩৫বার। যেখানে পাকিস্তানের ৩১টি জয়ের বিপরীতে মাত্র ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

তাছাড়া এশিয়া কাপে দুই দল খেলেছে ১২টি ম্যাচ। মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। ১২ ম্যাচের ১২টিই জিতেছে পাকিস্তান।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২১০১৫ সালে। নিজেদের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে। এর পর দুই দল আর মুখোমুখি হয়নি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

/অ-ভি

ভারত,বিরুদ্ধে,বাংলাদেশ,সম্ভাব্য,একাদশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close