• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপে পাকিস্তানের নারী স্কোয়াডে অধিনায়ক নেই

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১৮:৩০
স্পোর্টস ডেস্ক

ওয়েস্টইন্ডিজে নারীদের টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিসি)। তবে স্কোয়াডে কাউকে অধিনায়ক করেনি পিসিবি। নিয়মিত অধিনায়ক ইনজুরিতে আছেন। দলে না থাকলেও জায়গাটা তাই ফাঁকা রাখা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাভেরিয়াকেও বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক করা হয়নি।

নিয়মিত অধিনায়ক বিসমাহ মারুফ ইনজুরিতে আছেন। নভেম্বরে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তার আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, সেই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল হওয়া অধিনায়ক জাভেরিয়া খানও পাননি অধিনায়কের দায়িত্ব। টি-২০ সিরিজে পাকিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। প্রতিটি ম্যাচেই আটকে দিয়েছে একশোর নিচে। তবুও পিসিবির আস্থা অর্জন করতে পারেননি জাভেরিয়া।

সম্পর্কিত খবর

    পাকিস্তান দল: জাভেরিয়া খান, নাহিদা খান, আয়েশা জাফর, মুনীবা আলি, সিদ্রা আমিন, উমাইমা সোহাইল, নিদা দার, সানা মির, সিদ্রা নওয়াজ, নাশরা সান্ধু, আনুম আমিন, নাতাইলা পারভেজ, আলিয়া রিয়াদ, দিয়ানা বেগ, আইমান আনোয়ার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close