• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

২৮ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ১৩:৫৯
স্পোর্টস ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াতে কিছু বিলম্ব দেখা দিয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী বছরের জানুয়ারির শুরুতে মাঠে গড়াবে জনপ্রিয় এই আসর। এই আসরের প্লেয়ার্স ড্রাফট অর্থাৎ নিলাম অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ অক্টোবর। এই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ রয়েছে। ২৪ ও ২৬ অক্টোবর হবে শেষ দুটি ওয়ানডে। একারণেই নিলাম পিছিয়ে গেছে তিন দিন।

সম্পর্কিত খবর

    গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড় রিটেইন করার সময় নির্ধারণ করে দিয়েছিল বিসিবি। এই সময়ের মধ্যে দলগুলো তাদের রিটেইন অর্থাৎ ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেয়। নিলামের বাইরে দুজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ফ্র্যাঞ্চাইজি সেই তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে অনেকে চুক্তিও সেরেছে তারকা ক্রিকেটারদের সঙ্গে।

    এরপর দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে দল নির্ধারণ হবে এই নিলামের মাধ্যমে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close