• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১৬:০৫ | আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:০৭
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ম্যাচে টস জিতে বোলিংয়ে ভারত। রোববার (২১ অক্টোবর) গুয়াহাটি মহানগরের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

একাধিক পরিবর্তন রয়েছে ভারতীয় দলে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন অভিষেক হয় ঋষভ পান্তের। তার হাতে ওয়ানডে ক্যাপ তুলে দেন ঋষভের আইডল ও প্রাক্তন ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ওয়ানডে দলে খেলানো হচ্ছে ঋষভকে। তবে দস্তানা হাতে এদিন কিপিং করতে দেখা যাবে না তাকে। ধোনিই সেই দায়িত্ব সামলাবেন।

অন্যদিকে বুমরাহ ও ভুবিকে বিশ্রামে দেওয়ায় তাদের পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ শামি, তাকে সঙ্গ দিতে দেখা যাবে তরুণ খলিলকে। পেস বিভাগে রয়েছেন উমেশ যাদবও। স্পিন বিভাগে খেলছেন জাদেজা, চাহাল। বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপকে।

দুবাইয়ের এশিয়া কাপে সুযোগ পাননি উমেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার বোলিংয়ের সামনে মাথা নুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। হায়দরাবাদে দুই ইনিংস মিলিয়ে উমেশ একাই নিয়েছিলেন দশ উইকেট।

অন্যদিকে সেপ্টেম্বর ২০১৭ শেষবার ওয়ান ডে দলে খেলেছিলেন মোহাম্মদ শামি। দীর্ঘদিন পর ওয়ানডে দলের জার্সি গায়ে চাপালেন বঙ্গপেসার।

আজ ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই ক্রিকেটারের অভিষেক হয়। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে জার্সি গায়ে মাঠে নামলেন পেস বোলার থমাস ও ব্যাটসম্যান চন্দ্রপল হেমরাজ।

/অ-ভি

ওয়েস্ট ইন্ডিজ,বিরুদ্ধে,টস,বোলিং,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close