• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টিম থেকে কিছু জানায়নি, জিম্বাবুয়ের ফলোঅন প্রশ্নে তাইজুল

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৫৪
স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাঁচ উইকেট নিয়ে পরপর তিন ইনিংসে বাংলাদেশের ৩য় বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এর আগে এ কৃতিত্ব অর্জন করেন সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়র।

তাইজুলের বিধ্বংসী বোলিংয়ে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে এখনও স্বাগতিকদের থেকে পিছিয়ে আছে ২১৮ রানে। ফলোঅন এড়াতে সফরকারীদের প্রয়োজন ১৯ রান। সফরকারীদের ৯ম উইকেট পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই তাইজুলের। চাকাভার উড়িয়ে মারা বলটি দুর্দান্ত ড্রাইভ দিয়ে তালুবন্দি করে নেন তিনি।

সেই ক্যাচটির বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসলে এই ধরনের ক্যাচগুলো ধরার আগে কোনও পরিকল্পনা থাকে না। এসব ক্যাচ হয় আপনাকে ধরতে হবে না হয় ছেড়ে দিতে হবে। আল্লাহ’র রহমতে ক্যাচটি আমার হাতে চলে আসে এবং আমি ধরতে সক্ষম হই।

বাংলাদেশের ৫২২ রানের বিপরীতে ৯ উইকেট হারিয়ে ৩০৪ রানে শেষ তাদের ইনিংস। জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা ব্যাটিং করার অবস্থায় না থাকায় এখানেই থামতে হলো তাদের। ফলোঅন এড়াতে তাদের দরকার ছিল আরও ১৮ রান। কিন্তু দিনের খেলা শেষ হয়ে যাওয়ার কারণে, বোঝা গেলো না জিম্বাবুয়েকে ফলোঅন করাবে কি না বাংলাদেশ।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, এখনও টিম থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই।

/অ-ভি

জিম্বাবুয়ে,ফলোঅন,প্রশ্ন,তাইজুল ইসলাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close