• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

জয়ের জন্য টাইগারদের দরকার ১৯১ রান

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১
সম্রাট কবীর

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই শুরু থেকে ঝড়ো ব্যাট করতে থাকে দুই ক্যারিবীয়ান ব্যাটসম্যান। উইন্ডিজ ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়।চার ছক্কার ফুল ঝুড়িতে টাইগারদের সামনে ১৯১ রানের কঠিন টার্গেট দিয়েছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশকে জিততে সেই সাথে সিরিজ জিততে হলে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান করতে হবে। তামিম,লিটন ও সাকিবদের ব্যাটের দিকে তাকিয়ে আছে স্টেডিয়ামের হাজারো দর্শক।

টস হেরে ব্যাটিংয়ে আসে এভিন লুইস ও শাই হোপ। লুইস দুই ম্যাচে কিছু করতে না পারলেও আজ ঠিকি জ্বলে উঠেছে। লুইস ঝড়ে মাত্র ৩.১ ওভারেই দলীয় অর্ধশত পার করে ক্যারিবীয়রা। লুইস তুলে নেন নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। এর পরে বলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। এসেই ভাঙলেন ওপেনিং জুটি। বোল্ড করে ফেরালেন শাই হোপকে। আজ লুইসের দিন তার ঝড়ে টাইগাররা দিশেহারা। কিন্তু থেমে নেই টাইগাররাও। সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে বাংলাদেশের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা বোধহয় ভুল বলেই প্রমানিত হতে চলেছে! উইন্ডিজ ব্যাটসম্যানরা বিশেষ করে এভিন লুইস একাই এদিন তাণ্ডব চালিয়েছেন। ১৮ বলে ফিফটি করেন লুইস। অবশ্য একবার জীবন পেয়েছেন। ১৬ বলে তখন তার রান ছিল ৪৮। মিরাজের বলে মিড উইকেটে ক্যাচ মিস করেন রনি।

সম্পর্কিত খবর

    পাওয়ার প্লে দারুণভাবে ব্যবহার করেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। ৬ ওভারে তুলে নেন ৮৮ রান। দলীয় ৭৬ রানে হোপকে আউট করে প্রথম জুটি ভাঙেন সাকিব। কিছু সময়ের মধ্যই মোস্তাফিজের শিকার হন পল। তবে উইন্ডিজের বড় মাছটি শিকার করেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরির পথে থাকা লুইসকে ফেরান তিনি। আউট হওয়ার আগে ব্যাটে ঝড় তুলেছিলেন লুইস। ৩৬ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলার পথে মেরেছেন ছয়টি চার ও আটটি ছক্কা।

    সিরিজ সমতায়। শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রুপ নিয়েছে। সে ম্যাচে উজ্জ্বল উইন্ডিজ ব্যাটসম্যানরা। মিরপুরে শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়। সাকিব, মোস্তাফিজ ও মাহমুদউল্লাহ তিনটি করে উইকেট পান।

    শনিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

    প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ওয়েস্ট উইন্ডিজকে ৩৬ রানে হারায় বাংলাদেশ। সমতায় ফিরে বাংলাদেশ। তাই শেষ টি-টোয়েন্টি ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

    ক্যারিবীয়ানদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন টি-টোয়েন্টি সিরিজটা জিতলে হয়ে যায় সোনায় সোহাগা। শুধু তাই নয় আজ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক, নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। উইন্ডিজদের হারানোর মাধ্যমেই যেটি অর্জন হতে পারে।

    টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ১৮ বছরে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে এক সিরিজে তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে, টি-২০) খেলেছে বাংলাদেশ ১৭ বার। যেখানে একবারও প্রতিপক্ষকে তিন ফরম্যাটেই সিরিজ হারানোর গৌরব অর্জন করতে পারেনি টাইগাররা। এবার ১৮তম সিরিজে এসে সেই অনন্য কীর্তি গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ মিরপুরে জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবার কোনো প্রতিপক্ষকে একসঙ্গে টেস্ট, ওয়ানডে, টি-২০ তে সিরিজ হারানোর অসামান্য কৃতিত্বের অধিকারী হবে লাল-সবুজের ক্রিকেট।

    শুধু বছর নয় ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরে নিউজিল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং মে-জুলাই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

    বাংলাদেশ একাদশ

    তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান মিরাজ, আবু হায়দার রনি এবং মোস্তাফিজু রহমান।

    উইন্ডিজ একাদশ

    এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরোন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান এ্যালেন, কেমো পল, শেলডন কট্রেল এবং ওশানে টমাস।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close