• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নিয়ম

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:১৮
স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে শুক্রবার (২১ ডিসেম্বর)। নতুন নিয়ম ঘোষণা করার সময় বর্তমান ও সাবেক খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ তিলে এক বার্তায় জানিয়েছেন, ছয় গেমে ১০ পয়েন্টের টাইব্রেকার নেওয়া হবে এবং সবটাই হবে ফাইনাল সেটে। যাতে ফ্যানরা প্রতিযোগিতার আনন্দ পান। দীর্ঘ টাইব্রেকারের সঙ্গে খেলার পরিস্থিতিই বদলে যেতে পারে।

সম্পর্কিত খবর

    তিনি আরও বলেন, এই দীর্ঘ টাইব্রেক সার্ভের একাধিপত্তক কিছুটা কমিয়ে দেবে। যেটা শর্টার টাইব্রেকে অনেকবেশি ছিল।মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম শুরুর আর বাকি ২৫ দিন। তার আগে নতুন নিয়মের কথা জানিয়ে দিল আয়োজকরা।

    এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন উইম্বলডনের নিয়মে চালু করেছিল ফাইনাল সেটের টাইব্রেক যখন ১২-১২তে সমতায় পৌঁছে যাবে। একমাত্র ফরাসী ওপেন এই নতুন নিয়ম চালু করেনি। ইউএস ওপেন ক্লাসিক সাত পয়েন্টের টাইব্রেক শুরু করেছে যখন প্লেয়াররা ৬-৬ থাকবে ফাইনাল রাউন্ডে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close